Niagra Falls

সংস্কৃতির অঙ্গনে সুস্বাগতম

হাজার যোজন দূরেও যে এভাবে ঐতিহ্য-বৃক্ষ শাখা মেলে ফুলে ফলে পল্লবিত হতে পারে বাফেলো সংস্কৃতি তার প্রমাণ। বিভুঁইয়ে পরম্পরাগত বাংলা তথা ভারতীয় উপমহাদেশের শিল্প সাহিত্যের মেলবন্ধন মার্কিন মাটিতে নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো সংস্কৃতি – যা প্রায় দু’দশকের বেশি সময় ধরে চলেছে। প্রথিতযশা বিভিন্ন অঙ্গনের শিল্পীরা তাঁদের গান আবৃত্তি দিয়ে সমৃদ্ধ করেছে ভারতীয় শিল্প সাহিত্যের বিভিন্ন ধারাকে। প্রমিতা মল্লিক,পূর্ণদাস বাউল,ব্রততী বন্দ্যোপাধ্যায়, পার্থ ঘোষ,গৌরী ঘোষ প্রভৃতি স্বনামধন্য শিল্পী এবং হাল আমলের শিল্পী স্নিগ্ধজিৎ(২০২৪) সংস্কৃতির অঙ্গনে তাঁদের গান কবিতার ডালি সাজিয়ে মুগ্ধ করেছেন মার্কিন প্রবাসীদের।
বাঙ্গালী বাবা মায়েদের নিরন্তর প্রচেষ্টা ভারতীয় সভ্যতা সংস্কৃতি যেন জড়িয়ে থাকে তাঁদের সন্তানদের। তাঁরা যেন তাদের শিকড় না ভুলে যায়।সন্তানদের মধ্যে সংস্কৃতির উন্মেষ জাগরিত রাখার জন্য বাফেলো সংস্কৃতি অন্যতম। বাঙ্গালী সংস্কৃতির প্রতিটা অনুষ্ঠান নিয়মনিষ্ঠ ভাবে আয়োজন করে সংস্কৃতি।দুর্গা পূজা,লক্ষী পূজা,সরস্বতী পূজা, রবীন্দ্র জয়ন্তী, বাৎসরিক বনভোজন, বাঙালি নববর্ষ পালন- প্রায় সবরকম অনুষ্ঠানের আয়োজন সংস্কৃতি করে থাকে।সদস্যদের অনলস শ্রম ও ঐকান্তিক চেষ্টাএই সংস্থাকে করে তুলেছে অনন্য।বছরের শুরুতেই সদস্যরা সারাবছরের অনুষ্ঠানের রূপরেখা তৈরি করে নেয়,সেই অনুযায়ী পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেক অনুষ্ঠান সার্থক রূপ পায়।
বিদেশের মাটিতে সব বাঙালিদের পারস্পরিক ঐক্যর বন্ধন সুদৃঢ় করার কান্ডারী বাফেলো সংস্কৃতি
বাফেলো সংস্কৃতির শিকড় এত গভীরে প্রথিত এবং প্রসারিত সদস্যদের দ্বারা যে পরবর্তী প্রজন্মের কাছে সংস্কৃতি তাঁদের জীবনের প্রাত্যহিকতায় স্থান করে নিয়েছে, আর এখানেই জয়ী সংস্কৃতি
 
Welcome to Sanskriti 
Sanskriti is a vibrant, non-profit cultural organization in Buffalo, NY, dedicated to promoting Indian ethnic identity and fostering unity among its members. Its mission is to celebrate and share the richness of Indian culture—through literature, performing arts, festivals, and religious events—with the local community. The organization hosts major Bengali religious celebrations like Durga Puja, Saraswati Puja, and Lakshmi Puja, along with cultural events such as Bengali New Year and Rabindranath Tagore’s birthday. Sanskriti also organizes artist performances from India, featuring renowned artists like Pramita Mullick, Purna Das Baul, Bhupen Hazarika, Snigdhajit & Liveline(2024). The strength of Sanskriti lies in its small but dedicated community, whose support has been crucial to its growth and success.
 

 


  • Upcoming Event : Saraswati Puja
  • Date: Friday 7th evening & Saturday 8th Feb 2025
  • Location: HCS Big Temple Hall